Type of CrimePolitical Violence
SuspectPolice, RAB
LocationDhaka Division
Source 1যুগান্তর

যেন অনুসরণ করা হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে রিমান্ডে নেওয়া হবে না।

 

আদালত বলেন, সে যদি শিশু হয়, তাকে (রিমান্ডে) নেবেন কেন? প্রয়োজন হলে তাকে তার মা-বাবার হেফাজতে দিয়ে দেন। তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংশ্লিষ্ট আদালতে তারা জামিন ও হেফাজতে নেওয়ার আবেদন করতে পারেন। তবে তাকে রিমান্ডে নেওয়া হবে না, নিশ্চিত করছি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, এত বড় ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। এ রকম দু-একটা অঘটন ঘটলে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে যাবে। ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাকে ধরেছেন, তা শুদ্ধ করার জন্য আইনি প্রক্রিয়ার মধ্যে রাখতেই হবে, বিষয়টি যেন এভাবে না হয়। সম্ভব হলে আজই তাকে তার মা-বাবার কাছে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

 

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, ওনারা (রিট আবেদনকারী) দরখাস্ত দিতে পারেন। তাকে রিমান্ডে নেওয়া হবে না এবং তার ক্ষেত্রে শিশু আইন অনুসরণ করা হবে। রিট আবেদনকারী আইনজীবী শাহদীন মালিক বলেন, আইন অনুসারে শিশুর বয়স প্রমাণের দায়িত্ব হচ্ছে গ্রেফতারকারী কর্তৃপক্ষের। যাকে আটক করা হয়েছে, তার নয়। জনস্বার্থে রিটটি করা হয়েছে।

 

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, আইনে যেহেতু বলা আছে, গ্রেফতারকারী কর্তৃপক্ষের দায়িত্ব শিশুর বয়স নিরূপণ করার। একপর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। শিশু হিসাবে যদি আবেদন করা হয়, সংশ্লিষ্ট আদালত তা যথাযথভাবে বিবেচনা করবেন। আদালত বলেন, ‘আপনি মা-বাবাকে ডেকে নিয়ে দরখাস্ত দিতে বলেন। বাবা ঢাকাতেই থাকেন। ওসিকে বলতে পারেন। আদালতে শাহদীন মালিকের সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম ও মো. তায়্যিব-উল-ইসলাম। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদের সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েম মুরাদ। সোমবার রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছে রিট আবেদনকারী পক্ষ।

 

কিশোর ফাইয়াজ টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে : টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি জানান, উচ্চ আদালতের নির্দেশে ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশ হত্যা মামলার আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে শিশু উন্নয়ন কেন্দ্রে নেওয়া হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টায় তাকে কড়া নিরাপত্তায় গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র নেওয়া হয়। টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন সংবাদটি নিশ্চিত করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.